মুন্সিগঞ্জে পপুলার লাইফের সোয়া ৩ কোটি টাকার বীমা দাবি পরিশোধ
সংবাদ বিজ্ঞপ্তি: মুন্সিগঞ্জ জেলার গ্রাহকদের বীমা দাবির ৩ কোটি ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এ উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক নওশের আলী নাঈম ।
অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন সিনিয়র ডিএমডি মো. হাবিবুর রহমান, ডিএমডি মো. খলিলুর রহমান সিকদার, এসইডি মো. শফিকুল ইসলাম মাসুম, ইডি মো. জাহাঙ্গীর হোসেন, সাজ্জাদ মাহমুদ কিশোর ও মো. মোখলেছুর রহমান।
অনুষ্ঠারে সভাপতিত্ব করেন মহা-ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ। প্রকল্প পরিচালক, প্রকল্প ইনচার্জ, কোম্পানির অন্যান্য কর্মকর্তা এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন বীমা দাবি পরিশোধ ও আলোচনা অনুষ্ঠানে।