শ্রীমঙ্গলে চার্টার্ড লাইফের অ্যানুয়াল অ্যাওয়ার্ডস নাইট অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি: পসিবিলিটিস আনলিমিটেড এই প্রতিপাদ্যকে ধারণ করে অনুষ্ঠিত হয়ে গেল চার্টার্ড লাইফের অ্যানুয়াল আওয়ার্ডস নাইট। সম্প্রতি শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির মূল উদ্দেশ্যই ছিলো বিগত বছরে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সকল কর্মীদের মধ্যে থেকে সর্বোচ্চ পারফর্মেন্সের ভিত্তিতে নির্বাচিত কর্মীদের মধ্যে পুরস্কার বিতরণ করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে’র মাননীয় সদস্য (লাইফ) কামরুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. নুরুল আকতার এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক, এফএলএমআই।