কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শাখা প্রধান সম্মেলন অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি: কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের শাখা প্রধান সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি গাজীপুরের সারাহ রিসোর্টে এই সম্মেলন আয়োজন করা হয়।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান।
বিভিন্ন শাখা থেকে আগত শাখা প্রধান এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তারা এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
সম্মেলনে কোম্পানির ২০২২ সালের ব্যবসায়ীক কার্যক্রম পর্যালোচনা, কোম্পানির উন্নয়ন এবং ২০২৩ সালের ব্যবসায়ীক লক্ষ্যমাত্রা নির্ধারণ ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
এছাড়াও বিগত বছরের সফল শাখা ও সফল উন্নয়ন কর্মকর্তাদেরকে পুরস্কৃত করা হয়।