আরটিভি বীমা অ্যাওয়ার্ড পেলো রূপালী লাইফের প্রতিষ্ঠাতা মুস্তাফিজুর রহমান
সংবাদ বিজ্ঞপ্তি: বীমা শিল্পে অনন্য অবদানের জন্য আরটিভি বীমা অ্যাওয়ার্ড-২০২২ (মরণোত্তর) পেলেন রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আজীবন স্পেশাল ডাইরেক্টর ও প্রতিষ্ঠাতা, সাবেক সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব মুস্তাফিজুর রহমান।
বুধবার (১৫ মার্চ) ঢাকার লা মেরিডিয়ান হোটেলে আরটিভি বীমা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাকে এই সম্মানে ভূষিত হন।
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম এমপির নিকট থেকে দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমানের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন তার ছেলে ও ন্যাশনাল লাইফ সিকিউরিটিজের চেয়ারম্যান শফিকুর রহমান টিটু এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া।
বৈচিত্র্যময় কর্মের অধিকারী দ্বীপবন্ধু মরহুম মুস্তাফিজুর রহমান কর্মের স্বীকৃতি হিসেবে এর আগে বিচারপতি আবু সাঈদ চৌধুরী পুরস্কার (১৯৮৭, শ্রেষ্ঠ ব্যাংকার হিসেবে), সাংবাদিক মাওলানা আকরম খাঁ স্মৃতি পুরস্কার (১৯৮৮) এবং জাগৃতিক চলচ্চিত্র পরিষদ কর্তৃক শিল্পী কামরুল হাসান পদক (১৯৮৯) সহ এ ধরনের অসংখ্য পুরস্কার পেয়েছেন।
সর্বশেষ অর্থমন্ত্রণালয়ের আর্থিক বিভাগ কর্তৃক জাতীয় বীমা দিবস-২০২২ এ শ্রেষ্ঠ বীমা ব্যক্তিত্ব হিসেবে মরণোত্তর সম্মাননায় ভূষিত হন দ্বীপবন্ধু মরহুম মুস্তাফিজুর রহমান।