বঙ্গবন্ধুর জন্মদিনে আস্থা লাইফের আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী
সংবাদ বিজ্ঞপ্তি: বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে আস্থা লাইফ ইন্স্যুরেন্স।
দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (১৭ র্মাচ) কোম্পানিটির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও প্রমাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. আনোয়ার শফিক, এনডিসি, পিএসসি (অব.)।
এছাড়াও আস্থা লাইফ ইন্স্যুরেন্সের অন্যান্য সকল কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য ছিল “স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন”।