কক্সবাজারে অনুষ্ঠিত হলো রূপালী লাইফের বার্ষিক উন্নয়ন সভা
সংবাদ বিজ্ঞপ্তি: কক্সবাজারে অনুষ্ঠিত হলো রূপালী লাইফের ইন্স্যুরেন্স কোম্পানির বার্ষিক উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩। গত ২০ মার্চ হোটেল সী ওয়ার্ল্ড অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মাহফুজুর রহমান মিতা এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মনিরুল হাসান খান, পরিচালক মাহমুদা মাহফুজ লাকী ও বেন আফরোজ।
এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আকতার হোসেন তালুকদার, উপ-ব্যবস্থাপনা পরিচালক, মো. মোজাম্মেল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম ও উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহনিয়াজুল আলম ও সহকারী ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও হিসাব) মিঠুন চন্দ্র পাল, এফসিএসহ পুরষ্কারপ্রাপ্ত কর্মী ও কর্মকর্তাগণ।
সভা শেষে অনুষ্ঠিত হয়ে মণোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।