২২ হাজার টাকা প্রিমিয়াম দিয়ে গ্রাহকের মৃত্যু, পরিবারকে ৩ লাখ টাকা দিল জেনিথ লাইফ
সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমা গ্রাহক আনোয়ার হোসেন বার্ষিক ২২ হাজার ২শ’ টাকার একটি প্রিমিয়াম জমা দিয়ে মৃত্যুবরণ করেন।
লক্ষীপুর সার্ভিস সেন্টারের ওই গ্রাহকের মৃত্যুদাবি বাবদ তার স্ত্রী ও পলিসির নমিনি মিসেস ফরিদা আক্তারকে জমাকৃত প্রিমিয়ামের প্রায় ১৪ গুণ তথা ৩ লাখ টাকার চেক হস্তান্তর করেছে বেসরকারি এই লাইফ বীমা কোম্পানি।
রোববার (২১ মে) কোম্পানির মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে বীমা দাবির এই চেক হস্তান্তর করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি ও কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
চেক হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব আবদুর রহমান ও ডিভিপি (অবলিখন ও দাবী) মজিবুর রহমান।