ডেল্টা লাইফ ও হা-মীম গ্রুপের মধ্যে গ্রুপ ও স্বাস্থ্য বীমা চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান হা-মীম গ্রুপ সহ চ্যানেল টোয়েন্টিফোর এবং দৈনিক সমকাল এর গ্রুপ ও স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি গুলশানস্থ ডেল্টা লাইফের প্রধান কার্যালয়ে বীমা চুক্তি স্বাক্ষরিত হয়।
এ চুক্তির ফলে উল্লেখিত প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা ও কর্মচারি ডেল্টা লাইফ থেকে গ্রুপ বীমা এবং স্বাস্থ্য বীমা সুবিধা প্রাপ্য হবেন। ডেল্টা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) আনোয়ারুল হক, হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব এ, কে, আজাদ, চ্যানেল টোয়েন্টিফোর এর নির্বাহী পরিচালক জনাব তালাত মামুন এবং দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক জনাব আবু সাঈদ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
কোম্পানির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, এমপি সহ পরিচালনা পর্ষদ এর সদস্যবৃন্দ এবং প্রতিষ্ঠানসমূহের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।