নরসিংদীতে জেনিথ ইসলামী লাইফের সুধী সমাবেশ

সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সুধী সমাবেশ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার (২২ জুলাই) সকালে নরসিংদীর শিবপুর উপজেলার কলেজ গেইট এলাকায় কোম্পানির জেলা কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

 সুধী সমাবেশ ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।  প্রধান বক্তা ছিলেন কোম্পানির সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. ফরিদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নাছির উদ্দিন। প্রধান প্রশিক্ষক ছিলেন হেড অব ট্রেনিং মো. তোফাজ্জেল হোসেন মানিক। সমাবেশ ও কর্মশালার সভাপতিত্ব করেন এএমডি মো. আনোয়ার হোসেন।