যশোরে ন্যাশনাল লাইফের ১৬ কোটি টাকার বীমা দাবি পরিশোধ
সংবাদ বিজ্ঞপ্তি: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যশোরে ১৬ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। শনিবার (১৫ জুলাই) যশোর আইটি পার্কে আয়োজিত বীমা দাবির চেক প্রদান ও উন্নয়ন সভায় গ্রাহকদের মাঝে টাকার চেক হস্তান্তর করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, জনবীমা উন্নয়ন প্রধান মো. আবুল কাসেম, প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস এফসিএ, এইচআর প্রধান মো. এনামুল হক। অনুষ্ঠানে যশোর ও খুলনা এরিয়ার প্রায় এক হাজার উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।