রকেটেও জমা দেয়া যাবে ন্যাশনাল লাইফের প্রিমিয়াম

সংবাদ বিজ্ঞপ্তি: ডিজিটাল কার্যক্রমে আরো একধাপ এগিয়েছে ন্যাশনাল লাইফ। দেশের শীর্ষতম এ জীবন বীমা প্রতিষ্ঠানটির গ্রাহকরা এখন থেকে ডাচ-বাংলা ব্যাংকের রকেট ব্যাংকিংয়ের মাধ্যমে অতি সহজেই পলিসির প্রিমিয়াম জমা দিতে পারবেন।

এ লক্ষ্যে মঙ্গলবার (৮ আগস্ট) ডাচ-বাংলা ব্যাংক এবং ন্যাশনাল লাইফের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। রাজধানীর কাওরান বাজারে বীমা কোম্পানিটির প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়।

ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন ন্যাশনাল লাইফের সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ ও ডাচ-বাংলা ব্যাংকের রকেট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মোশাররফ হোসেন।

এ সময় ন্যাশনাল লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, এইচআর ডিভিশনের প্রধান মো. এনামুল হকসহ উর্ধ্বতন নির্বাহীবৃন্দ ও ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের প্রধান শেখ মো. ইমরান কাদেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।