জেনিথ ইসলামী লাইফের বিশেষ বিজনেস প্লানিং মিটিং অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামি লাইফের বাছাইকৃত ব্রাঞ্চ ম্যানেজারদের নিয়ে বিশেষ বিজনেস প্লানিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ আগস্ট) রাজধানীর একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠান হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির জি এম সৈয়দ মাহমুদুল হক আক্কাস, মোহাম্মদ আলাউদ্দিন, মো. আশরাফুল ইসলাম, মো. মনির হোসেন, এ এফ উবাইদুল্লাহ মামুন, মোহাম্মদ বোরহান উদ্দিন।
কোম্পানির সিনিয়র ডি এম ডি (উঃ) সৈয়দ মাসকুরুল হকের সভাপতিত্বে প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা এই বিশেষ মিটিং ও বুফে লাঞ্চে অংশগ্রহণ করেন।