জেনিথ লাইফে গ্রুপ বীমা: রাবি শিক্ষার্থীর মৃত্যুদাবির চেক হস্তান্তর
সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফের গ্রুপ বীমার আওতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)’র আইন বিভাগের শিক্ষার্থী মো. মোজাহিদ হাসান জনির মৃত্যুদাবি বাবদ ২ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) দুপুরে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামাণিক ছাত্র-উপদেষ্টা দপ্তরে মরহুম শিক্ষার্থীর পিতা মো. সাইফুল ইসলামকে বীমা দাবির চেকটি প্রদান করেন।
এ সময় অন্যদের মধ্যে ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, আইন বিভাগের সভাপতি অধ্যাপক মো. হাসিবুল আলম প্রধান, উপ-রেজিস্ট্রার (একাডেমিক) এ এইচ এম আসলাম হোসেন, উপ-রেজিস্ট্রার আবু মো. তারেকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো. মোজাহিদ হাসান জনি ৫ জুলাই ২০২৩ তারিখে ম্যালেরিয়া ও জন্ডিস আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।