বেঙ্গল ইসলামি লাইফ ও সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মধ্যে গ্রুপ ও স্বাস্থ্য বীমা চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি: বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে গ্রুপ ও স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি ঢাকাস্থ সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে এই চুক্তি সম্পাদিত হয়।
এই চুক্তি অনুযায়ী সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের সকল কর্মকর্তা ও কর্মচারী বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গ্রুপ বীমা ও স্বাস্থ্য বীমা সুবিধার অন্তর্ভুক্ত থাকবে।
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম তপন এবং সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবির, গ্রুপ বীমা বিভাগের প্রধান মো. মাজহারুল ইসলাম রানা ও এক্সিকিউটিভ অফিসার মো. কামরুল হাসান এবং সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও ইনচার্জ (অবলিখন/পুনর্বীমা/দাবি) জহিরুল হক, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (হিসাব) এনামুল গণি চৌধুরী এবং কোম্পানির উপসচিব ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।