কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ২৫ বছর পূর্তি
সংবাদ বিজ্ঞপ্তি: ২৫ বছরে পা রাখল কন্টিনেন্টার ইন্স্যুরেন্স লিমিটেড। এ উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কন্টিনেন্টার ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এ. কে. এম. আজিজুর রহমান।
সভায় চেয়ারম্যান, কোম্পানির সাফল্যময় পথ চলার দুই যুগপূর্তি ও প্রতিষ্ঠার ২৫ বছরে পদার্পণ উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অভিনন্দন জানান, তাদেরকে হাজারো বাধা আর সীমাবদ্ধতার দেয়াল পেরিয়ে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স যাদের হাত ধরে আস্থা ও বিশ্বাসের সঙ্গে এই দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। অভিনন্দন জানান কোম্পানির সকল উদ্যোক্তা, পরিচালক, ব্যবস্থাপনা পর্ষদ ও কর্মকর্তা-কর্মচারিকে যাদের আন্তরিক প্রচেষ্টা, সেবার প্রতি দায়বদ্ধতা, জবাবদিহিতামূলক মনোভাব কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সকে আজকের পর্যায়ে পৌঁছে দিয়েছে।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের প্রাণশক্তি সম্মানিত গ্রাহকদের প্রতি। বিনয় ও ভালবাসার সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কার্যালয়, বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়, সাধারণ বীমা করপোরেশন, বাংলাদেশ ব্যাংক, সকল সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনসহ সকল পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের প্রতি যাদের আন্তরিক সহযোগিতা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সকে সাফল্যের দিকে এগিয়ে নিয়েছে। আগামী দিনেও আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান কে. এম আলমগীর, প্রাক্তন চেয়ারম্যান এস এম আবু মহসীন, প্রাক্তন ভাইস-চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইনসহ পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালকবৃন্দ এবং অতিথিবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব হাসান তারেক, শাখা ব্যবস্থাপকগণ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ ও কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।