নরসিংদীতে ন্যাশনাল লাইফের ৪৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ

সংবাদ বিজ্ঞপ্তি: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ৪৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। বুধবার (২০ ডিসেম্বর) নরসিংদীর ড্রীম হলিডে পার্কে বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় গ্রাহকদের মাঝে উক্ত টাকার বীমা দাবি পরিশোধ করা হয়।

ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের সভাপতিতে অনুষ্ঠিত সভায় প্রধান অথিথি হিসেবে  ভার্চুয়ালী বক্তব্য রাখেন কোম্পানির চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রবীর চন্দ্র দাস এফসিএ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাসেম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. খুরশীদ আলম পাটোয়ারী, এসইভিপি মো. বাহার উদ্দিন মজুমদার, এসভিপি মনির আহমদ, ভিপি মো. মফিজুল ইসলাম, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী ভিপি হেলাল উদ্দিন, ভিপি হেলাল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে ঢাকা, সিলেট, কুমিল্লা ও নোয়াখালী এরিয়ার প্রায় ৭ হাজার উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠান শেষে গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন।

কাজিম উদ্দিন বলেন, বেসরকারী খাতের প্রথম জীবন বীমা কোম্পানি হিসেবে ন্যাশনাল লাইফ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হয়েছে। গ্রাহকের স্বার্থ রক্ষায় আমরা সময়মত বীমা দাবি পরিশোধকে অগ্রাধিকার দিয়ে থাকি, এজন্য ন্যাশনাল লাইফের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে। যার ফলশ্রুতিতে ন্যাশনাল লাইফের ব্যবসা বাড়ছে।