জেনিথ ইসলামী লাইফের স্বাস্থ্য বীমা দাবির চেক হস্তান্তর
সংবাদ বিজ্ঞপ্তি: স্বাস্থ্য বীমা দাবির চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ রোববার (১৪ জানুয়ারি) বীমা কোম্পানিটির প্রধান কার্যালয়ে এই চেক হস্তান্তর করা হয়।
বীমা গ্রাহক ইন্স্যুরেন্স নিউজ বিডি’র সিনিয়র রিপোর্টার ও ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি
মো. আবদুর রহমানের নিকট স্বাস্থ্য বীমা দাবির চেক হস্তান্তর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।
চেক হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ও গ্রুপ বীমা বিভাগের ইনচার্জ মো. আনোয়ার হোসেন সরকার।