বেঙ্গল ইসলামি লাইফের গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির সভা

সংবাদ বিজ্ঞপ্তি: বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে এই অনুষ্ঠান আয়োজন হয়। কোম্পানি সেক্রেটারির পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান পৃষ্ঠপোষক ও সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. জসিম উদ্দিন।

সভায় অন্যান্য সদস্যবৃন্দের মধ্যে  উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক ও গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির সদস্য ড. আহমেদ আল ওয়ালী, সরওয়ার হোসেন এবং কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম। এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক ও এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী, কোম্পানির পরিচালক চৈতন্য কুমার দে, মো. মনির হোসেন এবং শেয়ারহোল্ডার মো. ইকবাল হোসেন চৌধুরী।

গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির সভায় সর্বমোট ০৪টি মৃত্যু দাবি ও ১৬ টি স্বাস্থ্য বীমা দাবি অনুমোদন করা হয়।