গাজীপুরে জেনিথ ইসলামী লাইফের বার্ষিক বনভোজন ও সেলিব্রেশন
সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক বনভোজন ও সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) গাজীপুরের শাহীনবাগ রিসোর্টে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ডিএমডি মো. জিয়াউর রহমান, ভিপি ও প্রধান (প্রশিক্ষণ ও গবেষণা) মো. তোফাজ্জেল হোসাইন মানিক।
সভার সভাপতিত্ব করেন জিএম (উন্নয়ন) মো. হাফিজুর রহমান ইমাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিজিএম (উন্নয়ন) মো. আব্দুস সালাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডিজিএম (উন্নয়ন) মো. ইয়াসির আরাফাত। সার্বিক সহযোগিতায় ছিলেন এজিএম (উন্নয়ন) মো. জাহিদুল ইসলাম, মো. ফরিদুল ইসলাম, মো. এবি রহিম, বিএম মো. জাহিদুল ইসলাম সুমন।
সভায় শেষে প্রধান অতিথি সফল উন্নয়ন কর্মকর্তাগণকে স্মার্টফোন ও স্যুটপিস পুরষ্কার বিতরণ করেন।