প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং ব্র্যাক ব্যাংকের মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক সম্প্রতি একটি ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে। প্রগতি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির ফলে ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা ব্যাংকটির বিস্তৃত শাখাসমূহের মাধ্যমে প্রগতি লাইফের স্বাস্থ্য বীমা, শিক্ষা বীমা এবং অন্যান্য সঞ্চয়-ভিত্তিক জীবন বীমা পণ্যগুলো সহজে ক্রয় করতে সক্ষম হবে।
এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।