গ্রুপ বীমার চেক হস্তান্তর করল প্রাইম ইসলামী লাইফ

সংবাদ বিজ্ঞপ্তি: প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীর অভিভাবকদের ১ কোটি ২০ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে। মঙ্গলবার (৯ জুলাই) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব হল রুমে প্রফেসর ড. এস.এম মাহবুব উল হক মজুমদার প্রো-ভিসি মহোদয়ের নিকট এই চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষে চীফ কনসালটেন্ট রহিম উদ-দৌল্লা চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সামছুল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আনিছুর রাহমান মিয়া, কোম্পানির সিএফও নাছির উদ্দিন, গ্রুপ বীমা বিভাগের মো. সাদিকুর রহমান উপস্থিত ছিলেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে প্রফেসর ড. এস এম মাহবুব উল হক মজুমদার প্রো-ভিসি, ট্রেজারার ড. এমডি হামিদুল হক খান, ডাইরেক্টর ফ্যাইনান্স মমিনুল হক মজুমদার উপস্থিত ছিলেন।