প্রগতি লাইফের বীমার আওতায় গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ারের সুখী অ্যাপের গ্রাহকরা

সংবাদ বিজ্ঞপ্তি: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস (জিডিএইচএস) সুখী অ্যাপের গ্রাহকদের জন্য একটি সমন্বিত জীবন ও স্বাস্থ্য বীমা প্যাকেজ চালু করতে চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি টেলিকম ভবনে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রগতি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম এবং জিডিএইচএস-এর সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির মাধ্যমে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ারের সুখী অ্যাপের গ্রাহকদের জন্য একটি মাইক্রোইন্স্যুরেন্স প্রকল্পের আওতায় জীবন ও স্বাস্থ্য বীমা কভারেজ প্রদান করবে। এই পার্টনারশিপের লক্ষ্য ডিজিটাল চ্যানেলের মাধ্যমে বীমা সুবিধা সহজলভ্য ও সাশ্রয়ী করা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যানের আর্থিক উপদেষ্টা কাজী ওয়াকার আহমেদ এবং প্রগতি লাইফের এসইভিপি ও এডিসি বিভাগের প্রধান সাজেদুল হক সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।