ন্যাশনাল লাইফের দ্বিতীয় বার সাফা গোল্ড অ্যাওয়ার্ড অর্জন
সংবাদ বিজ্ঞপ্তি: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দ্বিতীয় বারের মতো দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রফেশনাল পুরস্কার ‘সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস-সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। সোমবার (১১ নভেম্বর) শ্রীলংকার রাজধানী কলোম্বোর হোটেল সিনামোন লেকসাইডে লাইফ বীমা ক্যাটাগরিতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এই গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস-সাফা কর্তৃপক্ষ ২০২৩ সালের প্রকাশিত বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা ও মূল্যায়নে সকল ক্যাটাগরিতে সর্বোচ্চ মান অর্জন করায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সকে এই পুরস্কার প্রদান করে।
ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার প্রবীর চন্দ্র দাস এফসি অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। অ্যাওয়ার্ডটি তুলে দেন সাফার প্রেসিডেন্ট হেসানা কুরুপপু। অনুষ্ঠানে জুরি বোর্ডের চেয়ারপার্সন অনোজি ডি সিলভাসহ সাফার নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সাফা দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রফেশনাল হিসাববিদদের ইনস্টিটিউট সমূহের কেন্দ্রীয় সংগঠন। প্রতিবছর সংগঠনটির অন্তর্ভূক্ত দেশগুলোর প্রতিষ্ঠান সমূহের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা ও নিরীক্ষা করে সকল সূচকে সর্বোচ্চ নাম্বার অর্জনকারী প্রতিষ্ঠানগুলোকে এই অ্যাওয়ার্ড প্রদান করে।
ন্যাশনাল লাইফের ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদনে ট্রান্সপারেন্সি, একাউন্টটেবিলিটি, করপোরেট গর্ভনেন্স ও আন্তর্জাতিক মানের আর্থিক বিবরণী প্রকাশিত হয়।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর পর দু’বার মর্যাদাশীল এই অ্যাওয়ার্ড অর্জন করলো। প্রথমবার ২০২২ সালের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনের জন্য কোম্পানীটি এই অ্যাওয়ার্ড অর্জন করে। অ্যাওয়ার্ডটি অর্জন করায় কোম্পানির পরিচালনা পর্ষদসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আনন্দ উৎসব বিরাজ করছে।