সাড়ে ১৪ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল যমুনা লাইফ

সংবাদ বিজ্ঞপ্তি: যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গ্রাহকের বীমার মেয়াদ পৃর্তিতে ১৪ লাখ ৪৯ হাজার ১২৮ টাকার চেক হস্তান্তর করেছে। সম্প্রতি বীমা গ্রাহক মো. মতিউর রহমান ভূঁইয়ার বীমার মেয়াদ পুর্তিতে এই চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তরের সময় কোম্পানির চেয়ারম্যান বদরুল আলম খান, মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. বিশ্বজিৎ কুমার মন্ডল (চলতি দায়িত্ব), সিনিয়র ডিএমডি মো. ফরিদুল আলম, প্রধান বিপনন কর্মকর্তা মো. শামছুদ্দিন ও কোম্পানির বিভাগীয় প্রধানগন উপস্থিত ছিলেন।

চেক হস্তান্তরকালে কোম্পানির চেয়ারম্যান বলেন, আমরা আমাদের গ্রাহকদেরকে দেয়া প্রতিশ্রুতির প্রতি অঙ্গীকারবন্ধ এবং বীমা মেয়াদ পূর্তির টাকা দ্রুত নিস্পত্তি করতে পেরে ভীষন আনন্দিত।