বাছাইকৃত কর্মকর্তাদের নিয়ে বেঙ্গল ইসলামি লাইফের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
সংবাদ বিজ্ঞপ্তি: বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের হলরুমে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলমের সভাপতিত্বে দিনব্যাপি এই আয়োজন করা হয়।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন পাওয়ার ট্রেইনার, সেলফ-মেড বাংলাদেশের সিইও এম ডি ফখরুদ্দীন আসিফ। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. আমিন হেলালী।
বেঙ্গল ইসলামি লাইফের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান শাহাদাত হোসেন ভূইয়ার সঞ্চালনায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আওলাদ হোসেন, স্মার্ট প্রকল্প প্রধান ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ রব খান।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইসলামি প্রকল্প প্রধান ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবির, এলিগ্যান্ট প্রকল্প প্রধান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জসিম উদ্দিন, মডেল প্রকল্প প্রধান ও উপ-প্রকল্প প্রধান মো. আবুল হাশেম প্রমুখ।
অনুষ্ঠানে সমগ্র দেশ হতে আগত ব্রাঞ্চ ম্যানেজার (বিএম), সেলস ম্যানেজার (এসএম), রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম), সহকারী প্রকল্প প্রধান এবং উপ-প্রকল্প প্রধান পদমর্যাদার বাছাইকৃত ২০০ জন উন্নয়ন কর্মকর্তার অংশগ্রহণ করে।