ফারইস্ট লাইফের ঢাকা বিভাগীয় জোনাল ইনচার্জ কনফারেন্স অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: ইসলামী শরিআহ মোতাবেক পরিচালিত দেশের প্রথম ও সর্ববৃহৎ জীবন বীমা প্রতিষ্ঠান ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ঢাকা বিভাগীয় জোনাল ইনচার্জ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১টায় কোম্পানির প্রধান কার্যালয়ের রজনীগন্ধা অডিটোরিয়ামে এ কনফারেন্স অনুষ্ঠত হয়। কনফারেন্সে ঢাকা বিভাগের বিভিন্ন জোনাল ইনচার্জসহ প্রধান কার্যালয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোম্পানির এসইভিপি এন্ড ওয়েস্টার্ন রিজিওনের ইনচার্জ মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ভাইস-চেয়ারম্যান ডা. মো. মোকাদ্দেস হোসেন, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক শেখ মো. শোয়াইব নাজির, স্বতন্ত্র পরিচালক আমিুনুল ইসলাম ও কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীন হলেও ফ্যাসিস্ট সরকারের লোকজনের লুটপাটের কারণে দেশের অর্থনীতি ভেঙ্গে পড়েছে। শূন্য হয়ে পড়েছে ব্যাংক ও বীমা খাত।

এ পরিস্থিতি কাটিয়ে উঠতে কোম্পানির সকল কর্মকর্তা ও মাঠকর্মীদের নতুন উদ্যমে কাজ করার জন্য আহবান জানান তিনি।

এ সময় কোম্পানির উন্নয়নে কর্মকর্তা ও জোন ইনচার্জদের সঙ্গে ব্যবসায়িক পলিসি নিয়েও আলোচনা করেন তিনি।