চট্টগ্রামে জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা

ডেস্ক রিপোর্ট: ব্যবসা উন্নয়ন ও আলোচনা সভা করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। চট্টগ্রামের জিইসির মোড়ে সেন্ট্রাল প্লাজায় কোম্পানির বিভাগীয় কার্যালয়ে শুক্রবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) ড. এসএম নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র সহকারী ব্যবস্থাপনা পরিচালক এমএ করিম চৌধুরী, শুভানুধ্যায়ী মো. রিয়াজুল করিম।

জেনিথ ইসলামী লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কোম্পানির স্থানীয় কর্মকর্তা ও উন্নয়ন কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় ব্যবসা সফল কর্মকর্তাদের পুরস্কার প্রদান করা হয়। (সংবাদ বিজ্ঞপ্তি)