ঘূর্ণিঝড় ‘পাবুক’: থাইল্যান্ডে ১৫৬ মিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ইন্টারন্যাশনাল ডেস্ক: থাইল্যান্ডের দক্ষিণ উপকূলে আঘাত হেনেছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘পাবুক’। গত ৪ জানুয়ারির সৃষ্ট এ ঝড়ের আঘাতে দেশটির ১৫৬ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এএফপির খবরে জানানো হয়, তিন দশকের মধ্য়ে সবচেয়ে বড় ঝড় পাবুক। এর ফলে দেশটির ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। দেড় হাজারেরও বেশি ঘরবাড়ি ও বিদ্যুৎ–ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৩৪ হাজারেরও বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

এ ঝড়ের আঘাতে দেশটির পর্যটন শিল্পও ব্যাহত হয়েছে।

এদিকে ইন্স্যুরেন্স কাউন্সিল অব অস্ট্রেলিয়ার তথ্য মতে, গত মাসে অস্ট্রেলিয়ায় শিলাবৃষ্টি হওয়ায় বীমা কোম্পানিগুলো ৮১ হাজার ১৯৪টি বীমা দাবি গ্রহণ করেছে। যার ক্ষতি ধরা হয়েছে ৪৮০ মিলিয়ন ডলার।