বীমা কোম্পানির অফিস থেকে ১০ জুয়ারী আটক

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের একটি নন-লাইফ বীমা কোম্পানির ব্রাঞ্চ অফিস থেকে ১০ জুয়ারীকে আটক করেছে পুলিশ। রোববার দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের নগরওয়াদার পুরাতন পাদরা রোডে এ ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

পুলিশ বলছে, এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির নিরাপত্তা প্রহরী আকেশ রানা ঘটনার মূল হোতা। ছুটির দিনে অন্য সঙ্গীদের ডেকে বীমা কোম্পানিটির ওই অফিসে জুয়ার আসর জমায় রানা। সংবাদ পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তাদের আটক করে।

আটক অন্যরা হলেন- ভিকেশ রানা, শ্রাবন রানা, নিখিল রানা, চিরাগ রানা, রাজেন্দ্র রানা, প্রবীণ রানা, আশিস রানা রাকেশ রানা এবং ভিনু ঠাকুর। অভিযানের সময় আটক জুয়ারীদের কাছ থেকে ১ লাখ ১০ হাজার রুপি, ১২টি মোবাইল ফোন এবং ৫টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

এর আগের ছুটির দিনগুলোতে একইভাবে তারা ৫ বারের বেশি জুয়ার আসর বসিয়েছে ওই অফিসে। তবে অফিসের যে পাশে সিসি ক্যামেরা নেই সে পাশেই তারা বসতো। এ কারণে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্সের কর্মকর্তারা বিষয়টি বুঝতেই পারেনি বলে জানিয়েছে পুলিশ।