খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে কৃষকদের বীমা সুবিধা দেবে মালয়েশিয়া সরকার
ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়া- ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্যের মূল্যবৃদ্ধির সাথে লড়াই করছে পুরো বিশ্ব। মালয়েশিয়া একটি নিট খাদ্য আমদানিকারক দেশ হয়েও খাদ্যের মূল্য বৃদ্ধির সাথে লড়ছে। দেশের অভ্যন্তরে খাদ্য উৎপাদন বাড়াতে কৃষকদের বীমা সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার।
মালয়েশিয়াকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার অংশ্য হিসেবে প্রাকৃতিক দুর্যোগের পর কৃষকদের ক্ষতিপূরণ দিতে কৃষি খাতে এই প্রথম বীমা পরিকল্পের অফার করেছে দেশটির সরকার। সংবাদ সংস্থা বার্নামা এ খবর দিয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব বলেছেন, এগ্রো-ফুড তাকাফুল বীমা প্রকল্পের নামে কৃষি ও খাদ্য শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে এই বীমা পরিকল্পটি চালু করা হবে এবং প্রাথমিকভাবে দেশের ১ লাখ ৮৯ হাজার ৫০০ জন ধান চাষীকে এই সুবিধা দেয়া হবে।
গত শনিবার মালয়েশিয়ায় কৃষি, হর্টিকালচার এবং কৃষি পর্যটন প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি আরো বলেন, বীমা পরিকল্পটি মৎস্য এবং খাদ্য শিল্পের অন্যান্য উপ-খাতে পর্যায়ক্রমে প্রসারিত করা হবে।