নেপালে লাইফ বীমার প্রিমিয়াম সংগ্রহে ১৫% প্রবৃদ্ধি

ইন্টারন্যাশনাল ডেস্ক: ২০২১-২২ অর্থবছরে প্রিমিয়াম সংগ্রহে ১৫ শতাংশ প্রবৃদ্ধি দেখিয়েছে নেপালের লাইফ বীমা খাত। এই অর্থবছরে দেশটির লাইফ বীমা খাতে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়িয়েছে ১৩৮.৬৪ বিলিয়ন নেপালী রুপি। স্থানীয় সংবাদমাধ্যম দ্যা রিপাবলিক এ খবর দিয়েছে।

নেপালের বীমা সমিতির তথ্য মতে, ২০২০-২১ অর্থবছরে ১৯টি লাইফ বীমা কোম্পানি গ্রাহকদের কাছ থেকে ১২০ বিলিয়ন নেপালী রুপি প্রিমিয়াম সংগ্রহ করে। আর সেই তুলনায় ২০২১-২২ অর্থবছরের ১৫ শতাংশ বেশি প্রিমিয়াম সংগ্রহ হয়েছে নেপালে লাইফ বীমা খাতে।

৩৫.৩৮ বিলিয়ন নেপালী রুপি প্রিমিয়াম সংগ্রহ করে তালিকার শীর্ষে রয়েছে নেপাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আর ১৮.২২ বিলিয়ন নেপালী রুপি প্রিমিয়াম সংগ্রহ করে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে জীবন বীমা করপোরেশন।

এর পরের অবস্থানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং ১৪.৩৩ বিলিয়ন নেপালী রুপি প্রিমিয়াম সংগ্রহ করে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে কোম্পানিটি।