বীমাখাতে হাজার কোটি টাকা রাজস্ব আয়ের প্রস্তাব অর্থনীতি সমিতির
নিজস্ব প্রতিবেদক: দেশের বীমাখাত থেকে ১ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের প্রস্তাব করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে এ প্রস্তাব করা হয়। দেশে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৯ লাখ ৯০ হাজার কোটি টাকা বলেও জানিয়েছে সংগঠনটি।
মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ অর্থনীতি সমিতির বাজেট প্রস্তাবনা ২০১৮-১৯ শীর্ষক সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সমিতি'র সভাপতি ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাত। সূচনা বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ।
১২ লাখ ১৬ হাজার ৪০০ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাবনা দিয়ে অর্থনীতি সমিতি দাবি করেছে দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ নয়, কমপক্ষে ১ কোটি ৭৫ লাখ। এ জন্য বাজেট হতে হবে কর্মসংস্থানমুখী। সংগঠনটি সর্বোচ্চ ঋণখেলাপী ১০০ জনের কাছ থেকে অর্থ আদায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনেরও প্রস্তাব দিয়েছে।
বাংলাদেশ অর্থনীতি সমিতির একই সংবাদ সম্মেলন ঢাকাসহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, কুষ্টিয়া, দিনাজপুর, নড়াইল, নোয়াখালী, চাঁদপুর ও ময়মনসিংহে একযোগে অনুষ্ঠিত হয়।
আগামী অর্থ বছরের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৪ লাখ ৯০ হাজার কোটি টাকার সম্ভাব্য বাজেট প্রস্তাব করতে যাচ্ছেন।
উল্লেখ্য, দেশে ৩২টি লাইফ ও ৪৫টি নন-লাইফ বীমা কোম্পানি রয়েছে। এ ছাড়াও লাইফ ও নন-লাইফ খাতে সরকারি দু'টি বীমা করপোরেশন রয়েছে।