২৯৬ গাড়ি চালক চাকরিচ্যুত

ফারইষ্ট ইসলামী লাইফের বিরুদ্ধে জাতীয় শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: বেসরকারি লাইফ বীমা কোম্পানি ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও লাল পতাকা মিছিল করেছে জাতীয় শ্রমিক ফেডারেশন। বীমা কোম্পানিটির ২৯৬ জন গাড়ি চালকের বেতন-ভাতা, ক্ষতিপূরণ ও কোন প্রকার নোটিশ না দিয়ে চাকরিচ্যুত করার প্রতিবাদে আজ রোববার রাজধানীতে এ সমাবেশ করে সংগঠনটি। সমাবেশে বীমা কোম্পানিটির চাকরিচ্যুত দুইশ'র বেশি শ্রমিক অংশ নেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতীয় শ্রমিক ফেডারেশন।

জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরূল আহসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিরুল হক্ আমিন, যুগ্ন সাধারণ সম্পাদক এম দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক কামরুল হাসান, কেন্দ্রিয় নেতা মিস সাফিয়া পারভীন, নাসিমা আক্তার, ইসরাত জাহান ইলা, শ্রমিক নেতা আরমান হোসন পলাশ এবং ফারইষ্ট ইসলামী লাইফের চাকরিচ্যুত শ্রমিক আঃ মতিন খান, দেলোয়ার হোসেন, আঃ রহিম, রাসেল প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, ঢাকাসহ বিভিন্ন জেলায় প্রায় ৩৫০ জন ড্রাইভার ফারইষ্ট ইসলামী লাইফে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। তবে গত ১ জুলাই কোম্পানি কর্তৃপক্ষ ১১৮ জন গাড়ি চালককে বেতন-ভাতা ও ক্ষতিপূরণ ছাড়াই কোন প্রকার নোটিশ না দিয়ে বে-আইনীভাবে চাকরিচ্যুত করেছে। এর আগেও ২০১৭ সালের নভেম্বরে একইভাবে প্রায় ১৭৮ জন গাড়ি চালককে চাকরিচ্যুত করে। বীমা কোম্পানিটির এসব কার্যকলাপ বাংলাদেশ শ্রম আইন ও সংবিধানের পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ বলে উল্লেখ করেন বক্তারা।

তারা অভিযোগ করেন, ফারইষ্ট ইসলামী লাইফে শ্রমিক-কর্মচারীদের চাকরির বয়স ১ বছর হওয়ার পরও স্থায়ীকরণ করা হয় না। তাদের অর্জিত ছুটির টাকা পরিশোধ করা হয় না। কোন প্রকার ক্ষতিপূরণ প্রদান না করেই হঠাৎ চাকরিচ্যুত করা হয়। কোন রকম নোটিশ প্রদান না করে অযৌক্তিক শর্ত দিয়ে বিভিন্ন জায়গায় বদলি করা হয়। এমনকি জোরপূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর রেখে বের করে দেয়া। শ্রমিকদের আইনানুগ বেনিফিট প্রদান করা হয় না। যে সব শ্রমিক ১০-১৫ বছর ধরে চাকরি করে তাদেরকে বাৎসরিক ছুটির টাকাও প্রদান করা হয় না।

বক্তারা ফারইষ্ট ইসলামী লাইফকে এসব কার্যকলাপ থেকে বিরত থেকে চাকরিচ্যুত শ্রমিকদের সম্পূর্ণ বকেয়া মজুরিসহ চাকরিতে পুনর্বহাল অথবা আইনানুগ ক্ষতিপূরণ পরিশোধ করার জোর দাবি জানান। একইসঙ্গে অবিলম্বে ফারইষ্ট ইসলামী লাইফের শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ, বে-আইনী শ্রমিক ছাঁটাই ও জোরপূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর গ্রহণ বন্ধ এবং আইনানুগ বেনিফিট প্রদান ও সকল শ্রমিকদের বাৎসরিক অভোগকৃত অর্জিত ছুটির টাকা প্রদানে সরকার, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও সংশিষ্ট সকলের প্রতি আহবান জানান।

এসব বিষয়ে জানতে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. হেমায়েত উল্যাহ'র সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। তবে তিনি একটি মিটিংয়ে আছেন উল্লেখ করে পরে কথা বলবেন বলে জানিয়েছেন।