এলআইসি'র নতুন প্রোডাক্ট বীমা ডায়মন্ড, ৬ বছর প্রিমিয়াম ফ্রি

নিজস্ব প্রতিবেদক: দেশের মধ্যবিত্ত জনগোষ্ঠীকে বীমার আওতায় আনতে নতুন আরেকটি বীমা পলিসি বাজারে এনেছে লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন (এলআইসি) অব বাংলাদেশ লিমিটেড। নতুন এ পলিসির নাম 'বীমা ডায়মন্ড'। নানান সুযোগ-সুবিধা দিয়ে সাজানো হয়েছে এ বীমা পলিসি। মধ্যম আয়ের গ্রাহকদের জন্য এটি অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন কোম্পানি কর্তৃপক্ষ।

পলিসির শর্তানুসারে, ১৬ বছর মেয়াদী এ বীমায় গ্রাহককে প্রিমিয়াম পরিশোধ করতে হবে ১০ বছর। অর্থাৎ ১০ বছর প্রিমিয়াম দিয়ে গ্রাহক ১৬ বছর পর্যন্ত জীবন সুরক্ষা এবং বোনাস পাবেন। ১৪ বছর থেকে ৫০ বছর বয়স পর্যন্ত এ পলিসি গ্রহণ করা যাবে।

বীমা ডায়মন্ড মূলত একটি মানি ব্যাক পলিসি। এর মাধ্যমে গ্রাহক প্রতি ৪ বছর অন্তর বীমা রাশির ১৫ শতাংশ করে ৩ বার ফেরত পাবেন। আর মেয়াদ শেষে বীমা রাশির ৫৫ শতাংশ এর সাথে বোনাস ও অতিরিক্ত বোনাস পাবেন।

এ ছাড়াও পলিসি মেয়াদপূর্তির পরও গ্রাহক আরও দীর্ঘ ৮ বছর পর্যন্ত মূল বীমা রাশির অর্ধেক পরিমাণ রাশির সুরক্ষা পাবেন। তবে এ জন্য গ্রাহককে কোন প্রিমিয়াম দিতে হবে না। অর্থাৎ গ্রাহক কোন টাকা না দিয়েও পলিসি ম্যাচুরিটির পরও ৮ বছর জীবন সুরক্ষা পাবেন।

পলিসির প্রিমিয়াম বৃহত্তর বর্গের গ্রাহকের জন্য তুলনামূলকভাবে বাজার দরের থেকে কম রাখা হয়েছে। বার্ষিক প্রিমিয়াম ক্ষেত্রে ২ শতাংশ ছাড় এবং অর্ধ বার্ষিক প্রিমিয়ামের ক্ষেত্রে ১ শতাংশ ছাড়া দেয়া হয়। এ পলিসিতে দুর্ঘটনাজনিত সুবিধা এবং পঙ্গুত্ব সুবিধা আছে।  

এলআইসি অব বাংলাদেশ লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) অরুপ দাস গুপ্ত বলেন, বাংলাদেশের বিরাট একটি জনগোষ্ঠী মধ্যম আয়ের। এই বৃহত্তর জনগোষ্ঠীকে বীমার আওতায় আনা নিশ্চিত করতেই আমরা বীমা ডায়মন্ড পলিসি বাজারে এনেছি।

তিনি আরো বলেন, প্রচলিত বীমা পলিসিগুলোর তুলনায় আমরা প্রিমিয়াম হার কম রাখার চেষ্টা করেছি। তাছাড়া বিভিন্ন সুযোগ-সুবিধাও রাখা হয়েছে। যাতে মধ্যম আয়ের এ বিশাল জনগোষ্ঠী সহজেই পলিসিটি গ্রহণ করতে পারেন এবং মেয়াদপূর্তি পর্যন্ত এটি চালু রাখতে পারেন।