প্রবাসী শ্রমিকদের বীমা: সৌদি যাচ্ছেন সরকারের ৬ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের বীমার আওতায় আনতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে সৌদি এরাবিয়ান কো-অপারেটিভ ইন্স্যুরেন্স কোম্পানি (এসএআইসিও)’র সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন সরকারের ৬ কর্মকর্তা। আগামী ১৫ থেকে ২২ ফেব্রুয়ারি প্রতিনিধি দলটি সৌদি আরবে অবস্থান করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রতিনিধি দলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং জীবন বীমা করপোরেশনের ৬ কর্মকর্তা রয়েছেন। এ ছাড়াও রিয়াদে বাংলাদেশ দূতাবাসের একজন প্রতিনিধিও থাকবেন তাদের সঙ্গে।

তথ্য অনুসারে, বর্তমানে সৌদি আরবে বাংলাদেশের ২২ লাখ নাগরিক কর্মরত আছেন। বিগত ৪৫ বছরে তাদের কোন ধরনের বীমা সুবিধা দেয়া হয়নি। যার কারণে দুর্ঘটনা, মৃত্যু ঝুঁকি, স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকতে হচ্ছে। এতে অনেক শ্রমিক আর্থিক নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক শ্রমিক ও তাদের পরিবার।

এদিকে বাংলাদেশ সরকার সৌদি প্রবাসী এসব শ্রমিককে বীমার আওতায় আনার উদ্যোগ নিলেও দেশটিতে বিদেশি প্রতিষ্ঠানের বীমা কাভারেজ দেয়ার সুযোগ নেই। তাই সৌদি আরবে ব্যবসা পরিচালনাকারী বীমা কোম্পানির সঙ্গে যৌথভাবে বীমা কাভারেজ দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

আইডিআরএ’র নির্বাহী পরিচালক কাজী মনোয়ার হোসেন জানান, সৌদি আরবের উদ্দেশ্যে আগামীকাল বৃহস্পতিবার তাদের যাত্রা করার কথা রয়েছে। তবে বিমানের টিকিট পাওয়ার ওপর অনেকটাই নির্ভর করছে এ যাত্রা। সেখানে বীমা প্রতিষ্ঠান এসএআইসিও ছাড়াও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান ও দফতরে বিষয়টি নিয়ে আলোচনার কথা রয়েছে।