নগরবাসীকে বীমা করার আহবান জানালেন আ জ ম নাছির
নিজস্ব প্রতিবেদক: নগরবাসীকে বীমা করার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির। আজ শনিবার আইডিআরএ আয়োজিত বীমা মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দু’দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।
আ জ ম নাছির বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। জাতির জনকের উদ্দেশ্য ছিল উন্নত দেশ ও সমৃদ্ধ জাতি গড়ে তোলা। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষে ক্রয় ক্ষমতা বেড়েছে। দারিদ্রতার হার কমেছে। আগে যেখানে ১০০ জনে ৪২ জন ছিল দরিদ্র, এখন ২১ শতাংশে নেমে এসেছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বলেন, বীমা নিয়ে আমদের মধ্যে আস্থাহীনতা রয়েছে। তাই যারা লাইফ বীমার পলিসি বিক্রি করেন তাদের নানা কৌশলে পলিসি বিক্রি করতে হয়। এটা খুবই কষ্টসাধ্য। তবে ধীরে ধীরে এ আস্থাহীনতা দূর হচ্ছে। নন-লাইফে বাধ্যতামূলকভাবে বীমা করতে হয়। এ কারণে লাইফের চেয়ে তারা সুবিধায় রয়েছেন।
আ জ ম নাছির বলেন, বীমাখাতে আস্থাহীনতার মূল কারণ দেরিতে দাবি পরিশোধ করা। তাই দ্রুত দাবি পরিশোধ করা হলে এ আস্থাহীনতা থাকবে না। বরং বীমাখাতের ইমেজ বাড়বে এবং গ্রাহকদের মাঝে পলিসি গ্রহণ করার প্রবণতা বাড়বে।
আমি মনে করি, আমি কত টাকা আয় করতে পারি সেটা বড় নয়, বড় হচ্ছে আমি কত টাকা সঞ্চয় করতে পারি। বীমা মানুষকে সে সঞ্চয়ে উদ্বুদ্ধ করে। সাম্প্রতিক সময়ে ইউরোপে যে ধস তার মূল কারণ ছিল তারা সঞ্চয়ী ছিল না।
তিনি বলেন, এ কারণে বীমার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি নগরবাসীকে বীমা করার আহবান জানাই। শুধু লাইফ বীমা নয়, আপনার সম্পদের বীমাও আপনি করতে পারেন। ব্যক্তিগতভাবে মানুষ সব সময় ঝুঁকিতে থাকে। সেটা জীবনের ঝুঁকি হাতে পারে আবার সম্পদের ঝুঁকিও হতে পারে। বিপদের সময় বীমাই আপনার পাশে দাঁড়াবে।
বীমা সমপর্কে যে নেতিবাচক ধারানা তার কোন ভিত্তি নেই। বীমা একটি সুনির্দিষ্ট আইন আছে। সরকার বীমাখাতকে গুরুত্ব দিয়েছে। তাই সঠিকভাবে বীমা করা হলে তা থেকে সকলে উপকৃত হবেন, বলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির।