বাংলাদেশে অ্যাকচ্যুয়ারির সংখ্যা কম নয়: শেখ কবির
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে অ্যাকচ্যুয়ারির সংখ্যা কম নয়। কিন্তু তারা দেশে নেই। তারা দেশের বাইরে কাজ করছে। অ্যাকচ্যুয়ারি হওয়ার পর তারা দেশে কেউ কাজ করতে চান না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন।
তিনি বলেন, একটি দেশের কিংবা একটি কোম্পানির নেতাই হলো মূল বিষয়। নেতার কারণে একটি কোম্পানি উঠতে পারে তেমনি ডুবতেও পারে।
রবিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ফারইষ্ট টাওয়ারে ‘ফারইষ্ট অ্যাপ, কমপোজিট সার্ভিস সেন্টার ও টিভিসি’ উদ্বোধনের সময় গেস্ট অব অনারের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পৃথিবীর অন্যদেশগুলোর সবকিছুরই বীমা করা থাকে কিন্তু আমাদের দেশে বীমা করা হয় না। আমাদের বীমার ইমেজ বাড়াতে হবে। গ্রাহকদের আস্থার সংকট দূর করতে হবে এবং প্রচার করতে হবে।
আইআরডিএ প্রসঙ্গে শেখ কবির বলেন, আইআরডিএ খুব হেল্পফুল। তারা বীমা উন্নয়নে এগিয়ে আসছে। বীমার ইমেজ বাড়াতে কাজ করছে।
অনুষ্ঠানে বিশেষ অথিতিদের মধ্যে উপস্থিত ছিলেন আইআরডিএ সদস্য গোকুল চাঁদ দাস ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বিএম ইউসুফ আলী। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।