আইডিআরএ’র নতুন নির্দেশনা

৩টি অ্যাকাউন্টে জমা হবে প্রিমিয়ামের টাকা

নিজস্ব প্রতিবেদক: প্রিমিয়ামের টাকা জমাকরণের জন্য যেকোন পৃথক তিনটি তফসিলি ব্যাংকে একটি করে সর্বোচ্চ তিনটি হিসাব রাখতে পারবে সাধারণ বীমা কোম্পানিগুলো। এমন নির্দেশনা দিয়ে গত ৩ জুন নতুন একটি প্রজ্ঞাপন জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্র্তৃপক্ষ (আইডিআরএ)। এর আগে মাত্র একটি অ্যাকাউন্ট রাখার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল নিয়ন্ত্রণ সংস্থাটি। তবে খাত সংশ্লিষ্টদের আপত্তির মুখে তা সংশোধন করে আইডিআরএ।

নতুন নির্দেশনা অনুযায়ী, কোন ভাবেই একটি ব্যাংকে তিনটির বেশি ব্যাংক হিসাব প্রিমিয়াম জমাকরনের জন্য খোলা যাবে না। অতিরিক্ত ব্যাংক হিসাবগুলো আগামী ৩১ জুলাইয়ের মধ্যে বন্ধ করে দিতে হবে। একই সঙ্গে নির্দেশনার আলোকে ব্যাংক হিসাবগুলো বিন্যাস করে আগামী ১২ আগস্টের জানাতে হবে নিয়ন্ত্রণ কর্র্তৃপক্ষকে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী মূলধন সংরক্ষণের জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য আয় জমাকরণের জন্য অপর একটি ব্যাংক অ্যাকাউন্ট রাখা যাবে। এছাড়া দাবি পরিশোধের জন্য একটি ও ব্যবস্থাপনা ব্যয়ের জন্য একটি ব্যাংক হিসাব রাখা যাবে। সেক্ষেত্রে প্রিমিয়াম জমাকরণ হিসাব থেকে প্রয়োজনীয় অর্থ ওই হিসাব দুটিতে ট্রান্সফার করে নিতে হবে। কোন অবস্থাতেই দাবির টাকা নগদে পরিশোধ করা যাবে না।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাখা কার্যালয়ের খরচ নির্বাহের ক্ষেত্রে প্রতিটি শাখায় একটি করে ব্যাংক অ্যাকাউন্ট রাখা যাবে। সেক্ষেত্রে কেন্দ্রীয় প্রিমিয়াম হিসাব থেকে ক্রসড চেক বা ফান্ড ট্রান্সফার ছাড়া অন্য কোন অর্থ ওই ব্যাংক অ্যাকাউন্টে জমা করা যাবেনা।

প্রজ্ঞাপন অনুযায়ী, সব ধরনের লেনদেন ক্রসড চেকের মাধ্যমে করতে হবে। প্রতিষ্ঠানের বিশেষ প্রয়োজনে ১০ হাজার টাকা পর্যন্ত নগদ উত্তোলন করা যেতে পারে। বিনিয়োগ সংক্রান্ত এফডিআরের জন্য ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন নেই। এক্ষেত্রে জনগণের অংশের শেয়ার বা আইপিও, রাইটস ইস্যু এবং লভ্যাংশ প্রদানে পৃথক ব্যাংক হিসাব খোলার জন্য পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে। পাশাপাশি ওই ব্যাংক হিসাবের তথ্য কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। তবে অন্য যেকোন বিষয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলার পূর্বে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। এছাড়াও যেকোন পলিসিতে ২০ হাজার টাকার উপর বীমা স্ট্যাম্প প্রদেয় হলে অবশ্যই পে অর্ডার বা ক্রসড চেক মারফত পরিশোধ পূর্বক পৃথক চালানের মাধ্যমে প্রদান করতে হবে।