বীমা ব্যবসায় প্রফেশনাল ডিগ্রিধারীদের নতুন সংগঠন বিআইপিএস

নিজস্ব প্রতিবেদক: বীমা ব্যবসায় প্রফেশনাল ডিগ্রিধারীদের নিয়ে নতুন সংগঠনের যাত্রা শুরু হচ্ছে। এরইমধ্যে ‘বাংলাদেশ ইন্স্যুরেন্স প্রফেশনাল সোসাইটি (বিআইপিএস)’ নামের এ সংগঠনকে ছাড়পত্র দিয়েছে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস (আরজেএসসি)। খুব শিগগিরই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংগঠনটির আহবায়ক এ কে এম এহসানুল হক ইন্স্যুরেন্স নিউজ বিডি’কে বলেন, বহুদিন থেকে এই ধরনের একটি সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করা হচ্ছিল। তারই ধারাবাহিকতায় বীমা ব্যবসায় প্রফেশনাল ডিগ্রিধারীদের সমন্বয়ে এই সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করছি সংগঠনটিকে এগিয়ে নিতে সবাই সার্বিকভাবে সহযোগিতা করবেন।

আমাদের এ সংগঠনে থাকছেন বিভিন্ন প্রফেশনাল ডিগ্রিধারী যেমন- এফসিআইআই (লন্ডন), এসিআইআই (লন্ডন), ডিপ্লোমা সিআইআই (লন্ডন), সার্টিফিকেট সিআইআই (লন্ডন) এএমআইআই (মালেয়শিয়া), এফআইআইআই (ইন্ডিয়া), এআইআইআই (ইন্ডিয়া), এবিআইএ (বাংলাদেশ), এমএএস (ঢাবি), এফএলএমআই (আমেরিকা) ।

এসব প্রফেশনাল ডিগ্রি ছাড়াও বীমা ব্যবসার সাথে সম্পৃক্ত অন্যান্য প্রফেশনাল ডিগ্রিধারী যেমন- রিস্ক ম্যানেজমেন্ট প্রফেশনাল ডিগ্রিধারী, এফসিএ, বীমা সার্ভেয়ার এবং বীমা কোম্পানিতে নিয়োজিত অভিজ্ঞ উর্ধ্বতন কর্মকর্তারা এই প্রতিষ্ঠানের সদস্য হতে পারবেন।

সদস্যপদ গ্রহণে ইচ্ছুকদের সংগঠনটির আহবায়ক একেএম এহসানুল হক, এফসিআইআই’র সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগের ঠিকানা- ইমেইল: e.haque17@gmail.com, মোবাইল: ০১৭২৪১১৭৬০৫।