আইডিআরএ-বিআইএফ মতবিনিময়

আইডিআরএ'র কাছে যেসব দাবি জানালেন ইন্স্যুরেন্স ফোরামের নের্তৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক: বীমাখাতের উন্নয়নে নন-লাইফ বীমা কোম্পানিগুলোর অবৈধ কমিশন বন্ধ, ট্যারিফ রেট লঙ্ঘনের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ, এককভাবে এনজিও’দের বীমা বন্ধ করাসহ নানা ধরণের দাবি জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম। আজ বুধবার আইডিআরএ কার্যালয়ে অনুষ্ঠিত কর্তৃপক্ষের সাথে ফোরামের মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরা হয়।

আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ মতবিনিয় সভায় কর্তৃপক্ষের সদস্য (আইন) মো. দলিল উদ্দিন এবং সদস্য (প্রশাসন) মইনুল ইসলামসহ বিআইএফ’র প্রেসিডেন্ট ও পপুলার লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী উপস্থিত ছিলেন।

ইন্স্যুরেন্স ফোরামের দাবিগুলোর মধ্যে রয়েছে- এককভাবে এনজিও’দের বীমা বন্ধ করা, বিলবোর্ড স্থাপনের জন্য এক থেকে দেড় মাস সময় বাড়ানো, নন-লাইফের ৭৫ নং সার্কুলার বাস্তবায়নে আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণ, ভবনের বীমা বাধ্যতামূলক করা, মেরিন ট্যারিফ রেট রিভিউ করা, ট্যারিফ রেট লঙ্ঘনকারী কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, বিদেশি পুনর্বীমা প্রতিষ্ঠানগুলোর তথ্য জানানো বাধ্যতামূলক করা, সার্বজনিন স্বাস্থ্য বীমা চালু করা।

মতবিনিয়ম সভায় আরো উপস্থিত ছিলেন, রূপালী ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা পি কে রায়, সোনার বাংলা ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা এম এ খালেক, এশিয়া ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা ইমাম শাহীন, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা হেমায়েত উল্লাহ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা এন সি রুদ্র প্রমুখ।