ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অ্যাওয়ার্ড পেয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স
নিজস্ব প্রতিবেদক: টানা ৭ বছর ‘ট্রিপল এ’ ক্রেডিট রেটিং অর্জনের পর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) কর্তৃক পাইওনিয়ার অব চেঞ্জ সামিট ২০২০ এ টেকসই প্রবৃদ্ধির জন্য এক্সিলেন্স ইন সাইসটেইন্যাবলিটি ক্যাটাগরিতে বৈশ্বিক স্বীকৃতি অর্জন করেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স। গত ১৬ নভেম্বর, ২০২০ তারিখে এই স্বীকৃতি অর্জন করে দেশের শীর্ষস্থানীয় এই বেসরকারি নন-লাইফ বীমা কোম্পানি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এ তথ্য জানিয়েছে।
মহামারী থেকে ফিরে আসার জন্য নতুন উদ্ভাবন অন্বেষণ করাই ছিল ১৬-২০ নভেম্বর অনুষ্ঠিত পাইওনিয়ার অব চেঞ্জ সামিটের মূল লক্ষ। এই শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে ডব্লিউইএফ নিউ চ্যাম্পিয়নস পুরষ্কারসহ টেকসই প্রবৃদ্ধি, ডিজিটাল বাধা এবং চৌকস প্রশাসন এই ক্ষেত্রগুলোর মধ্য দিয়ে বাস্তব দীর্ঘমেয়াদী পরিবর্তন আনার জন্য সংস্থাগুলোকে স্বীকৃতি প্রদান করেছিল।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নতুন স্বীকৃতপ্রাপ্ত সংস্থাগুলো ব্যবসায়ের মডেল, প্রযুক্তি এবং টেকসই প্রবৃদ্ধির কৌশলগুলো ইতোমধ্যে ব্যবহার করেছে যা চতুর্থ শিল্প বিপ্লবে প্রয়োজন হবে। এই পুরষ্কারের উদ্দেশ্য হলো এমন প্রকল্প বা উদ্যোগগুলোকে স্বীকৃতি দেয়া যা ব্যবসা ও সমাজের উপর যথেষ্ট প্রভাব ফেলতে পারে এবং আর্থিকভাবে সক্ষম ও পরিচালনার জন্য প্রস্তুত।
এ বিষয়ে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী বলেন, জিডিআইসি-তে সাইসটেইন্যাবলিটিকে আমরা যা কিছু করি তার একটি অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে গড়ে তুলেছি। টেকসই প্রবৃদ্ধিতে শ্রেষ্ঠত্বের জন্য ডব্লিউইএফ দ্বারা একটি নতুন চ্যাম্পিয়ন সংস্থা হিসাবে স্বীকৃতি অর্জন আমাদের জন্য সত্যিই গৌরবের। গ্রীন ডেল্টা পরিবারের সকল সহকর্মীদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, কারণ তাদের উৎসর্গ এবং কঠোর পরিশ্রমের ফলে এইরকম স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনউদ্দীন আহমেদ বলেন, যদিও আমাদের নিউ নরমাল জীবন গ্রহণ ও মানিয়ে নিতে হয়েছিল, তবুও আমরা জিডিআইসি অত্যন্ত সতর্কতা বজায় রেখে আমাদের দেশের জনগণ, অর্থনীতি এবং মানুষের স্বার্থে আমাদের নিয়মিত দৈনন্দিন জীবনে ফিরে আসার জন্য আমাদের প্রধান দায়িত্ব হিসাবে ধরেছিলাম।
তিনি আরো বলেন, একই বিশ্বাস দ্বারা অনুপ্রাণিত হয়ে, আমরা জিডিআইসিতে আমাদের পরিষেবাদি এবং কার্যকরী বিন্যাসের বিশাল ডিজিটাল রূপান্তরের মাধ্যমে যথারীতি ব্যবসা বজায় রেখেছি। তদুপরি, প্রান্তিক জনগণের সুবিধার্থে আমরা বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আমাদের টেকসই ব্যবসায়ের পদক্ষেপও অব্যাহত রেখেছি।