২০২২ সালে যাদের হারিয়েছে দেশের বীমা খাত

আবদুর রহমান আবির: আসছে নতুন বছর, বাজছে বিদায়ের সুর। যেন নতুনের আগমন পথ সুগম করতেই পুরনদের বিদায়। যাদের ঘিরে বিদায়ী বছরে আলোকিত ছিল দেশের বীমা খাত, তাদের অনেকেই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তবে রেখে গেছেন তাদের কর্ম আর স্মৃতিময় দিনগুলো।

২০২২ সালে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থার একজন পরিচালকসহ বেশ কয়েকটি বীমা কোম্পানির সাবেক ও বর্তমান চেয়ারম্যান, পরিচালক, মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য পদের কর্মকর্তা-কর্মচারীকে হারিয়েছে দেশের বীমা খাত। বছর শেষে ইন্স্যুরেন্স নিউজ বিডি স্মরণ করছে এসব গুণীজনকে।

ট্রাস্ট ইসলামী লাইফের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান আবদুল হাই

২০২২ সালের ১৮ জানুয়ারি মৃত্যুবরণ করেন ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল হাই। ৬৭ বছর বয়সে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বর্ণাঢ্য কর্ম জীবনে মোহাম্মদ আবদুল হাই গ্রীনল্যান্ড ওভারসীজ, গ্রীনল্যান্ড ট্রেনিং সেন্টার, গ্রীনল্যান্ড বিল্ডার্স, গ্রীনল্যান্ড মেডিক্যাল সেন্টার, গ্রীনল্যান্ড ওভারসীজ টুরিজম লিমিটেড, গ্রীনল্যান্ড স্টাডি এর্ভোড, গ্রীনল্যান্ড ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল, গ্রীনল্যান্ড পলিটেকনিকেল ইন্সটিটিউট, গ্রীনল্যান্ড সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড, গ্রীনল্যান্ড রাবার স্টেট এর প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের একজন স্পন্সর শেয়ার হোল্ডার।

আবদুল হাই অনেক স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, এতিমখানা ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তিনি একাধারে বাংলাদেশ এসোসিয়েশন অব টেকনিকাল ট্রেনিং সেন্টার এবং আমিরাবাদ ডি.সি. লাহা স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি এবং বাংলাদেশ রিক্রুটিং এজেন্সিস এসোসিয়েশন (বায়রা) এর সহ-সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।

প্রগ্রেসিভ লাইফের সাবেক মুখ্য নির্বাহী জাফর হালিম

প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা জাফর হালিম একচ্যুয়ারি মৃত্যুবরণ করেন ২০২২ সালের ২ অক্টোবর। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

দেশের বীমা খাতে দীর্ঘ ২০ বছরের কর্মজীবনে জাফর হালিম প্রগ্রেসিভ লাইফের আগে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং আরেকটি নন-লাইফ বীমা প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি ইউএনডিপি কনসালট্যান্ট হিসেবে জীবন বীমা করপোরেশনে দায়িত্ব পালন করেছেন।

জাফর হালিম ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর লন্ডনে পাড়ি জমান একচ্যুয়ারি পেশায় জীবন গড়তে। দীর্ঘ ২৭ বছর মার্কিন যুক্তরাজ্যে অবস্থান করেন জাফর হালিম। এসময় তিনি ইন্স্যুরেন্স ও পেনশন খাতে বেশ কয়েকটি লাইফ বীমা কোম্পানি ও কনসালটেন্সি ফার্মে জড়িত ছিলেন।

ঢাকার নর্থ গুলশানে অবস্থিত একচ্যুয়ারিয়াল এন্ড পেনশন কনসালট্যান্ট ‘জেড হালিম এন্ড এসোসিয়েটস’ জাফর হালিম একচ্যুয়ারির গড়া প্রতিষ্ঠান।

মেঘনা লাইফের সাবেক পরিচালক এম শামসুদ্দিন আহমেদ

বিদায়ী বছরের ২২ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুত্যুবরণ করেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের সাবেক পরিচালক লে. কর্ণেল (অব.) এম শামসুদ্দিন আহমেদ। ১৯৪৫ সালের ৯ মার্চ ভোলার দৌলতখান উপজেলার মেদুয়া গ্রামে তার জন্ম।

১৯৯৬ সালে যাত্রা শুরু থেকেই মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক (মার্কেটিং এন্ড ডেভেলপমেন্ট) হিসেবে ছিলেন লে. কর্ণেল (অব.) এম শামসুদ্দিন আহমেদ। সবশেষ ২০২১ সালের এপ্রিলে তিনি কোম্পানির পরিচালক পদ থেকে সড়ে দাঁড়ান।

কর্নেল শামসুদ্দিন আহমেদ ১৯৬৫ সালে তিনি চিটাগাং সরকারি কলেজ থেকে বিএসসি পাস করেন। এরপর ১৯৬৮ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন শামসুদ্দিন আহমেদ। কর্নেল শামসুদ্দিন আহমেদ অবসর জীবনে ভোলার চরাঞ্চলে শিক্ষার জন্য বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলেন।

পপুলার লাইফের সাবেক চেয়ারম্যান হাসান আহমেদ

২০২২ সালের ২৪ জানুয়ারি মৃত্যুবরণ করেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান হাসান আহমেদ। দীর্ঘদিন হৃদরোগে আক্রান্ত হাসান আহমেদ ৫৬ বছর বয়সে ইন্তেকাল করেন।

বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সাবেক এই চেয়ারম্যান।

আইডিআরএ পরিচালক মোহাম্মদ শফিউদ্দীন

২০২২ সালের ১৭ জুন মৃত্যুবরণ করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) মোহাম্মদ শফিউদ্দীন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শফিউদ্দীনের জন্ম ১৯৬৯ সালের ৩১ অক্টোবর, যশোর জেলায়।

মোহাম্মদ শফিউদ্দীন ২০০১ সালের ৩১ মে বিসিএস (সমবায়) ক্যাডারে যোগদান করেন। ২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি সরকারের উপসচিব পদে পদোন্নতি লাভ করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ শফিউদ্দীন সর্বশেষ প্রেষণে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে পরিচালক (উপসচিব) হিসেবে কর্মরত ছিলেন। তার দীর্ঘ চাকরি জীবনে অত্যন্ত কর্তব্যপরায়ণ, দক্ষ, নিষ্ঠাবান ও সদালাপী কর্মকর্তা ছিলেন।  

ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী আব্দুল মতিন

ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন ইন্তেকাল করেন ২০২২ সালের ৩০ জুলাই। ৫৬ বছর বয়সে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুল মতিনের জন্ম ১৯৬৬ সালে, লালমনিরহাট জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে।

১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম কম ডিগ্রী লাভ করেন আব্দুল মতিন। ১৯৯০ সালে সেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে বীমা পেশায় আত্মনিয়োগ করেন এবং বিভিন্ন সময়ে বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স ও নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্সের শাখা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ২০০০ সালের প্রথম দিকে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশের সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার ও শাখা প্রধান হিসেবে যোগদান করেন এবং তার যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে তিনি ক্রমান্বয়ে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে পদোন্নতি লাভ করেন।

২০১৪ সালের শেষের দিকে তিনি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। আব্দুল মতিন ইসলামী বীমার উপর বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে বীমার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের স্বক্ষর রাখেন।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা দেলোয়ার হোসেন

মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ের দাবি বিভাগের ম্যানেজার মো. দেলোয়ার হোসেন (বাবু) ইন্তেকাল করেন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে নিয়োজিত ছিলেন দেলোয়ার হোসেন।