লাইফ বীমার হিসাব সমাপনী ২০২২

নতুন প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধির শীর্ষে সোনালী লাইফ

আবদুর রহমান আবির: ২০২২ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধিতে শীর্ষ অবস্থানে রয়েছে ৪র্থ প্রজন্মের বীমা কোম্পানি সোনালী লাইফ। কোম্পানিটি সর্বশেষ হিসাব সমাপনীর এ বছরে নতুন প্রিমিয়াম সংগ্রহ বাড়িয়েছে প্রায় ১৭৫ কোটি টাকা। এর আগে ২০২১ সালেও কোম্পানিটি প্রায় ১২৪ কোটি টাকা নতুন প্রিমিয়াম বৃদ্ধি করে শীর্ষ অবস্থানে ছিল।

নতুন প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধিতে ২০২২ সালে দ্বিতীয় অবস্থানে রয়েছে গার্ডিয়ান লাইফ। কোম্পানিটির নতুন প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে প্রায় ১০৭ কোটি টাকা। ২০২২ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধিতে তৃতীয় অবস্থানে রয়েছে মেটলাইফ বাংলাদেশ। কোম্পানিটির নতুন প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ৯৩ কোটি লাখ টাকা।

এর আগে ২০২১ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে ছিল ন্যাশনাল লাইফ। কোম্পানিটির নতুন প্রিমিয়াম সংগ্রহ বেড়েছিল ৬৭ কোটি টাকা। আর তৃতীয় অবস্থানে ছিল গার্ডিয়ান লাইফ। ২০২১ সালে কোম্পানিটির নতুন প্রিমিয়াম সংগ্রহ বেড়েছিল প্রায় ৫৯ কোটি টাকা।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে দাখিল করা লাইফ বীমা কোম্পানিগুলোর ২০২২ সালের ব্যবসা সমাপনী হিসাব প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

২০২২ সালে ৩৫টি লাইফ বীমা কোম্পানির মধ্যে নতুন প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ২৭টির। পুরনো ১৮টি কোম্পানির মধ্যে নতুন প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ১৩টির। অন্যদিকে চতুর্থ প্রজন্মের ১৭টি লাইফ বীমা কোম্পানির মধ্যে নতুন প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ১৪টির।

সমাপনী হিসাব অনুসারে, ২০২২ সালে সোনালী লাইফ ইন্স্যুরেন্স নতুন প্রিমিয়াম সংগ্রহ করেছে ৩৭৬ কোটি ৬১ লাখ। যা ২০২১ সালে ছিল ২০১ কোটি ৮৪ লাখ টাকা। ২০২২ সালে কোম্পানিটির নতুন প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ১৭৪ কোটি ৭৭ লাখ টাকা। নতুন প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধিতে সোনালী লাইফের অবস্থান প্রথম

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ২০২২ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করেছে ৪৩৭ কোটি ২২ লাখ। যা ২০২১ সালে ছিল ৩৩০ কোটি ৫৬ লাখ টাকা। ২০২২ সালে কোম্পানিটির নতুন প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ১০৬ কোটি ৬৬ লাখ টাকা। নতুন প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধিতে গার্ডিয়ান লাইফের অবস্থান দ্বিতীয়

২০২২ সালে মেটলাইফ বাংলাদেশ নতুন প্রিমিয়াম সংগ্রহ করেছে ৫৫৭ কোটি ১ লাখ। যা ২০২১ সালে ছিল ৪৬৩ কোটি ৯৭ লাখ টাকা। ২০২২ সালে কোম্পানিটির নতুন প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ৯৩ কোটি ৪ লাখ টাকা। নতুন প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধিতে মেটলাইফ বাংলাদেশের অবস্থান তৃতীয়

নতুন প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধিতে চতুর্থ অবস্থানে রয়েছে আলফা লাইফ ইন্স্যুরেন্স। ২০২২ সালে কোম্পানিটির নতুন প্রিমিয়াম সংগ্রহ ১১৯ কোটি ৮৯ লাখ টাকা। যা ২০২১ সালে ছিল ৫৩ কোটি ১৫ লাখ টাকা। আলফা লাইফের নতুন প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ৬৬ কোটি ৭৪ লাখ টাকা।

২০২২ সালে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স নতুন প্রিমিয়াম সংগ্রহ করেছে ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা। ২০২১ সালে কোম্পানিটির নতুন প্রিমিয়াম সংগ্রহ ছিল ৪১২ কোটি ৫৪ লাখ টাকা। ন্যাশনাল লাইফের নতুন প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ৬৪ কোটি ৯৭ লাখ টাকা। নতুন প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধিতে ন্যাশনাল লাইফের অবস্থান পঞ্চম

নতুন প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধিতে ষষ্ঠ অবস্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটি ২০২২ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করেছে ২৭৮ কোটি ৫৭ লাখ টাকা। যা ২০২১ সালে ছিল ২৩৯ কোটি ৫৮ লাখ টাকা। প্রগতি লাইফের নতুন প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ৩৮ কোটি ৯৯ লাখ টাকা।

জীবন বীমা করপোরেশন ২০২২ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করেছে ২১৪ কোটি ১৬ লাখ টাকা। যা ২০২১ সালে ছিল ১৮৮ কোটি ৮ লাখ টাকা। করপোরেশনটির নতুন প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ২৬ কোটি ৮ লাখ টাকা। নতুন প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধিতে জীবন বীমা করপোরেশনের অবস্থান সপ্তম

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ২০২২ সালে ২৭ কোটি টাকা নতুন প্রিমিয়াম সংগ্রহ করেছে। ২০২১ সালে ব্যবসা শুরুর প্রথম ৭ মাসে কোম্পানিটির এই সংগ্রহ ছিল ৫ কোটি ৫৬ লাখ টাকা। কোম্পানিটির নতুন প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ২১ কোটি ৪৪ লাখ টাকা। নতুন প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধিতে এনআরবি ইসলামিক লাইফের অবস্থান অষ্টম

নতুন প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধিতে নবম স্থানে রয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। ২০২২ সালে কোম্পানিটির ৬০ কোটি ৩৭ লাখ টাকা নতুন প্রিমিয়াম সংগ্রহ করেছে। ২০২১ সালে কোম্পানিটির নতুন প্রিমিয়াম সংগ্রহ ছিল ৩৯ কোটি ৭২ লাখ টাকা। চার্টার্ড লাইফের নতুন প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ২০ কোটি ৬৫ লাখ টাকা।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স ২০২২ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ করেছে ২৪৯ কোটি ৫৫ লাখ টাকা। ২০২১ সালে কোম্পানিটির নতুন প্রিমিয়াম সংগ্রহ ছিল ২৩০ কোটি ৬১ লাখ টাকা। কোম্পানিটির নতুন প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ১৮ কোটি ৯৪ লাখ টাকা। নতুন প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধিতে পপুলার লাইফের অবস্থান দশম।