হিসাব সমাপনী ২০২২

২০ লাইফ বীমা কোম্পানির অতিরিক্ত ব্যয় ১১৪ কোটি টাকা

আবদুর রহমান আবির: সর্বশেষ হিসাব সমাপনী বছর ২০২২ সালে দেশের সরকারি বেসরকারি ২০টি লাইফ বীমা কোম্পানি ব্যবস্থাপনা খাতে অনুমোদিত ব্যয়সীমার চেয়ে ১১৩ কোটি ৬০ লাখ টাকা অতিরিক্ত খরচ করেছে। কমিশন, বেতন-ভাতা, অফিস ভাড়া ও নানাবিধ খাত দেখিয়ে এই অতিরিক্ত ব্যয় করা হয়েছে।

আইন বলছে, অতিরিক্ত ব্যয় অবৈধ। বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র মতে, এ টাকা বীমা গ্রাহকের; তাই অতিরিক্ত ব্যয় অবৈধ।

২০১৮ সালে অতিরিক্ত ব্যয় পুনর্ভরণের জন্য অঙ্গীকার করে লাইফ বীমা কোম্পানিগুলো। তবে বেশ কিছু কোম্পানি সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে পারেনি।

২০২১ সালে ১৯টি লাইফ বীমা কোম্পানি অতিরিক্ত ব্যয় করে। এ বছর নতুন করে ৩টি লাইফ বীমা কোম্পানি অতিরিক্ত ব্যয়ের তালিকায় যুক্ত হয়েছে।

তথ্য অনুসারে, ২০২২ সালে ২০টি লাইফ বীমা কোম্পানির ব্যবস্থাপনা খাতে ব্যয়ের অনুমোদন ছিল ৭০৭ কোটি ৪৪ লাখ টাকা। তবে কোম্পানিগুলোর প্রকৃত ব্যয় হয়েছে ৮২১ কোটি ৪ লাখ টাকা। অর্থাৎ ১১৩ কোটি ৬০ লাখ টাকা অতিরিক্ত ব্যয় করেছে।

এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন জীবন বীমা করপোরেশন অতিরিক্ত ব্যয় করেছে ৩১ কোটি ৮১ লাখ টাকা এরপরেই রয়েছে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স, ২০২২ সালে কোম্পানিটি ১৫ কোটি টাকা অতিরিক্ত ব্যয় করেছে।

২০২২ সালে ফারইস্ট ইসলামী লাইফ অতিরিক্ত ব্যয় করেছে ১৪ কোটি ৯৭ লাখ টাকা। প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ৮ কোটি ৯৪ লাখ টাকা অতিরিক্ত ব্যয় করেছে। যমুনা লাইফ অতিরিক্ত ব্যয় করেছে ৬ কোটি ৩৮ লাখ টাকা।

বেঙ্গল ইসলামী লাইফ ২০২২ সালে অতিরিক্ত ব্যয় করেছে ৬ কোটি ৩৫ লাখ টাকা। পদ্মা ইসলামী লাইফ অতিরিক্ত ব্যয় করেছে ৪ কোটি ২৯ লাখ টাকা। সানফ্লাওয়ার লাইফ অতিরিক্ত ব্যয় করেছে ৩ কোটি ৬৭ লাখ টাকা।

২০২২ সালে স্বদেশ ইসলামী লাইফ অতিরিক্ত খরচ করেছে ৩ কোটি ৫৫ লাখ টাকা। প্রোটেক্টিভ ইসলামী অতিরিক্ত ব্যয় করেছে ৩ কোটি ৯ লাখ টাকা।

এলআইসি বাংলাদেশ ২০২২ সালে অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করেছে ২ কোটি ৬৬ লাখ টাকা। বায়রা লাইফ অতিরিক্ত খরচ করেছে ২ কোটি ৬০ লাখ টাকা। আকিজ তাকাফুল লাইফ অতিরিক্ত ব্যয় করেছে ২ কোটি ২ লাখ টাকা।

২০২২ সালে ডায়মন্ড লাইফ ব্যবস্থাপনা খাতে অতিরিক্ত ব্যয় করেছে ২ কোটি টাকা। জেনিথ ইসলামি লাইফ অতিরিক্ত ব্যয় করেছে ১ কোটি ৯৩ লাখ টাকা। আস্থা লাইফ অতিরিক্ত ব্যয় করেছে ১ কোটি ৮০ লাখ টাকা।

বেস্ট লাইফ ২০২২ সালে ব্যবস্থাপনা খাতে অতিরিক্ত ব্যয় করেছে ১ কোটি ৩৩ লাখ টাকা। এনআরবি ইসলামিক লাইফ অতিরিক্ত ব্যয় করেছে ৪৯ লাখ টাকা।

মার্কেন্টাইল ইসলামি লাইফ ২০২২ সালে অতিরিক্ত ব্যয় করেছে ৪৩ লাখ টাকা। সানলাইফ ব্যবস্থাপনা ব্যয় খাতে অতিরিক্ত ব্যয় করেছে ২৯ লাখ টাকা।