সমাপনী হিসাব ২০২২

লাইফ ফান্ড কমেছে ১৭শ’ কোটি টাকা, ফারইস্টের-ই সাড়ে ১২শ’ কোটি টাকা

আবদুর রহমান আবির: সর্বশেষ হিসাব সমাপনী বছর ২০২২ সালে দেশের লাইফ বীমা খাতের ১৫টি কোম্পানির লাইফ ফান্ড কমেছে প্রায় ১৭শ’ ২২ কোটি টাকা। এর মধ্যে সাড়ে ১২শ’ কোটি টাকাই কমেছে ফারইস্ট ইসলামী লাইফের। এ ছাড়াও নতুন অনুমোদন পাওয়া দু’টি বীমা কোম্পানির লাইফ ফান্ড এখনো ঘাটতিতে রয়েছে।

২০২২ সালে লাইফ ফান্ড কমে যাওয়া ১৫ বীমা কোম্পানির সর্বমোট লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ২১ হাজার ২৬৪ কোটি ৬৩ লাখ টাকা।

তথ্য অনুসারে, ২০২২ সালে সবচেয়ে বেশি লাইফ ফান্ড কমেছে ফারইস্ট ইসলামী লাইফের, ১২শ’ ৫৬ কোটি ৫৮ লাখ টাকা। অন্যদিকে যমুনা লাইফ ইন্স্যুরেন্স ও স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ডে ঘাটতি রয়েছে যথাক্রমে ২ কোটি ৭৮ লাখ টাকা ও ৪ কোটি ৪৫ লাখ টাকা।

২০২২ সালে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড কমেছে ১০৪ কোটি ৪১ লাখ টাকা, বর্তমানে কোম্পানিটির মোট লাইফ ফান্ডের পরিমাণ ১ হাজার ৬৮৩ কোটি ৬৮ লাখ টাকা। মেঘনা লাইফের বর্তমান লাইফ ফান্ড ১৭৮৭ কোটি ৯১ টাকা, ২০২২ সালে কোম্পানিটির লাইফ ফান্ড কমেছে ৮০ কোটি ১ লাখ টাকা।

প্রোগ্রেসিভ লাইফের লাইফ ফান্ড কমেছে ৭২ কোটি ২৬ লাখ টাকা, কোম্পানিটির বর্তমান লাইফ ফান্ড ১৫০ কোটি ৪৯ লাখ টাকা। ২০২২ সালে মেটলাইফের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ১৪ হাজার ৬০৮ কোটি ২১ লাখ টাকা, কোম্পানিটির লাইফ ফান্ড কমেছে ৪১ কোটি ৯ লাখ টাকা।

সন্ধানী লাইফের লাইফ ফান্ড ৭২২ কোটি ৬ লাখ টাকা, কোম্পানিটির লাইফ ফান্ড কমেছে ৩৪ কোটি ১৫ লাখ টাকা। হোমল্যান্ড লাইফের ২০২২ সালে লাইফ ফান্ড কমেছে ৩১ কোটি ৩৬ লঅখ টাকা, কোম্পানিটির বর্তমান লাইফ ফান্ড ২১২ কোটি ৫৫ লাখ টাকা।

প্রাইম ইসলামী লাইফের বর্তমান লাইফ ফান্ড ৭৭৬ কোটি ৭৭ লাখ টাকা, কোম্পানিটির লাইফ ফান্ড কমেছে ৩০ কোটি ৯৮ লাখ টাকা। রুপালী লাইফের ২০২২ সালের নতুন লাইফ ফান্ড ৫০৩ কোটি ৬৭ লাখ টাকা, লাইফ ফান্ড কমেছে ২৪ কোটি ৭৮ লাখ টাকা।

সানলাইফের লাইফ ফান্ড কমেছে ১৫ কোটি ৫৩ লাখ টাকা, কোম্পানিটির বর্তমান নতুন লাইফ ফান্ড ১১০ কোটি ৫২ লাখ টাকা। ২০২২ সালে গোল্ডেন লাইফের বর্তমান লাইফ ফান্ড ৩৮ কোটি ৯৭ লাখ টাকা, লাইফ ফান্ড কমেছে ১১ কোটি ৫ লাখ টাকা।

পদ্মা ইসলামী লাইফের লাইফ ফান্ড কমেছে ৯ কোটি ৭৯ লাখ টাকা, বর্তমানে কোম্পানিটির লাইফ ফান্ড ২ কোটি ৬৭ লাখ টাকা। বায়রা লাইফের ২০২২ সালে লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৬০ কোটি ৮১ লাখ টাকা, কোম্পানিটির লাইফ ফান্ড কমেছে ৫ কোটি ২৪ লাখ টাকা।

সানফ্লাওয়ার লাইফের লাইফ ফান্ড কমেছে ৩ কোটি ৪৩ লাখ টাকা, কোম্পানিটির বর্তমান লাইফ ফান্ড ১৩৪ কোটি ৮০ লাখ টাকা। নতুন অনুমোদন পাওয়া ডায়মন্ড লাইফের বর্তমান লাইফ ফান্ড ৩ কোটি টাকা, ২০২২ সালে কোম্পানিটির লাইফ ফান্ড কমেছে ৭২ লাখ টাকা।

এ ছাড়াও ঘাটতিতে থাকা স্বদেশ ইসলামী লাইফের বর্তমান লাইফ ফান্ডের পরিমাণ ঋণাত্মক ৪ কোটি ৪৫ লাখ টাকা, ২০২২ সালে কোম্পানিটির লাইফ ফান্ড কমেছে ৬৭ লাখ টাকা।

অন্যদিকে যমুনা লাইফ ২০২২ সালে ৮৯ লাখ টাকা লাইফ ফান্ডে যুক্ত করলেও ঘাটতি থেকে বেড়িয়ে আসতে পারেনি। ২০২২ সাল শেষে কোম্পানিটির লাইফ ফান্ড দাঁড়িয়েছে ঋণাত্মক ২ কোটি ৭৮ লাখ টাকা।