নন-লাইফ বীমায় অতিরিক্ত ব্যয় বন্ধে আইডিআরএ’র নতুন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: নন-লাইফ বীমা কোম্পানির অতিরিক্ত ব্যয় বন্ধে নতুন একটি উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । এর ফলে নন-লাইফ বীমা কোম্পানিগুলোকে প্রতি বছর ত্রৈমাসিক ভিত্তিতে প্রিমিয়াম সংগ্রহ ও ব্যবস্থাপনা ব্যয়ের তথ্য নিয়ন্ত্রক সংস্থায় দাখিল করতে হবে।
এক্ষেত্রে ‘নন-লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় ব্যবস্থাপনা ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণী বিধিমালা ২০১৮’ অনুসরণ করে ব্যবস্থাপনা ব্যয়ের হিসাব করতে হবে। মঙ্গলবার (১১ এপ্রিল) নন-লাইফ সার্কুলার নম্বর- ৯৩/২০২৩ জারি করে এই বাধ্যবাধকতা আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।
কর্তৃপক্ষের পরিচালক ও মুখপাত্র (উপসচিব) মো. জাহাঙ্গীর আলম এ বিষয়ে বলেন, "জবাবদিহীতা থাকলে আইন পরিপালনে গুরুত্ব বাড়ে। এক্ষেত্রে বছরান্তে হিসাব নেয়ার পাশাপাশি ত্রৈমাসিক ভিত্তিতে যদি হিসাব নেয়া হয় তাহলে সেটি আরো বেশি ভালো হয়। এ লক্ষ্যেই কর্তৃপক্ষ নতুন এই সিদ্ধান্ত নিয়েছে"।
তিনি বলেন, "এর আগে নন-লাইফ বীমা কোম্পানিগুলোর কাছ থেকে ত্রৈমাসিক ভিত্তিকে ব্যবস্থাপনা ব্যয়ের কোন তথ্য নেয়া হয়নি। কোম্পানিগুলো সঠিকভাবে সার্কুলারটি পরিপালন করলে নন-লাইফ বীমা খাতে এটি অবশ্যই আরো ভালো কিছু বয়ে আনবে বলে মনে করছে কর্তৃপক্ষ"।
নতুন এই সার্কুলারে নন-লাইফ বীমা কোম্পানির ব্যবস্থাপনা ব্যয় মনিটরিংয়ের লক্ষ্যে নির্ধারিত ৩টি ছকে কোম্পানিগুলোর মোট প্রিমিয়াম সংগ্রহ ও অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়, প্রকৃত ব্যবস্থাপনা ব্যয় এবং খাতওয়ারি ব্যবস্থাপনা ব্যয়ের হিসাব কর্তৃপক্ষে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
এক্ষেত্রে প্রতি পঞ্জিকা বছরে ত্রৈমাসিক ভিত্তিতে (জানুয়ারি-মার্চ, এপ্রিল-জুন, জুলাই-সেপ্টেম্বর ও অক্টোবর-ডিসেম্বর) প্রতি ত্রৈমাসিক শেষ হওয়ার ৭ কার্যদিবসের মধ্যে কর্তৃপক্ষের বিনিয়োগ ও ব্যয় ব্যবস্থাপনা পরিবীক্ষণ শাখা, নন-লাইফ বরাবর ব্যবস্থাপনা ব্যয় সংক্রান্ত এ তথ্য পাঠাতে হবে।
সার্কুলারে উল্লেখিত ছক-ক’তে অগ্নি ও অন্যান্য বীমা এবং নৌ বীমার গ্রস প্রিমিয়াম আয়ের বিপরীতে অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়ের হার তুলে ধরা হয়েছে-
অগ্নি ও অন্যান্য বীমার ক্ষেত্রে এই খরচের হার- প্রথম ১৫ কোটি টাকায় ৩৫ শতাংশ; পরবর্তী ১৫ কোটি টাকায় ৩৩ শতাংশ; পরবর্তী ১৫ কোটি টাকায় ৩২ শতাংশ; পরবর্তী ১৫ কোটি টাকায় ৩০ শতাংশ; পরবর্তী ১৫ কোটি টাকায় ২৮ শতাংশ; পরবর্তী ১৫ কোটি টাকায় ২৬ শতাংশ; পরবর্তী ৩০ কোটি টাকায় ২৪ শতাংশ এবং তদুর্ধ্ব প্রিমিয়াম সংগ্রহের ক্ষেত্রে ২২ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
নৌ বীমার ক্ষেত্রে অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়ের হার- প্রথম ১৫ কোটি টাকায় ২৬ শতাংশ; পরবর্তী ১৫ কোটি টাকায় ২৫ শতাংশ; পরবর্তী ১৫ কোটি টাকায় ২৪ শতাংশ; পরবর্তী ১৫ কোটি টাকায় ২২ শতাংশ; পরবর্তী ১৫ কোটি টাকায় ২০ শতাংশ; পরবর্তী ১৫ কোটি টাকায় ১৮ শতাংশ; পরবর্তী ৩০ কোটি টাকায় ১৭ শতাংশ এবং তদুর্ধ্ব প্রিমিয়াম সংগ্রহের ক্ষেত্রে ১৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে।