বিআইএ’র টেকনিক্যাল সাব-কমিটির যৌথ সভা বিকেলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র লাইফ এবং নন-লাইফ টেকনিক্যাল সাব-কমিটির যৌথ সভা আহবান করা হয়েছে। আজ রোববার (২৮ মে) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর নয়াপল্টনস্থ সংগঠনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।

বিআইএ'র সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি  চিঠি সংশ্লিষ্ট সাব-কমিটির সকল সদস্যকে পাঠানো হয়েছে।

সভার আলোচ্যসূচিতে রয়েছে- বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত ‘‘মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষুদ্রঋণের গ্রাহকদের ক্ষুদ্রবীমা সেবা প্রদান” বিষয়ে আলোচনা।  

সাধারণ বীমা করপোরেশন থেকে প্রাপ্ত বিভিন্ন বীমা কোম্পানির প্রিমিয়াম ফেরৎ সম্পর্কিত পত্রাবলী নিয়ে আলোচনা।

বাংলাদেশ ব্যাংক কর্তৃক ‘ব্যাংকাসুরেন্স গাইডলাইন্স’ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক ‘করপোরেট এজেন্ট (ব্যাংকাসুরেন্স) নির্দেশিকা’র খসড়া ওপর আলোচনা।

এ ছাড়াও বিবিধ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সভায় সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এক্ষেত্রে যে সকল সদস্য সশরীরে সভাস্থলে উপস্থিত থাকতে পারবেন না, তাদের জন্য নির্ধারিত লিংকে ভার্চুয়ালী অংশগ্রহণের আহবান জানানো হয়েছে।