জেনিথ ইসলামী লাইফের অর্ধ-বার্ষিক সম্মেলনে ১৬ বীমা কর্মী পুরস্কৃত
নিজস্ব প্রতিবেদক: ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জনকারী ১৬ বীমা কর্মীকে পুরস্কৃত করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। শনিবার (১৫ জুলাই) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে বীমা কোম্পানিটির অর্ধ-বার্ষিক সম্মেলনে এই পুরস্কার হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (লাইফ) কামরুল হাসান। বীমা কোম্পানিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী এতে সভাপতিত্ব করেন।
বিভিন্ন ক্যাটেগরিতে পুরস্কার প্রাপ্তদের মধ্যে রয়েছেন, আবদুল খালেক (এফএ), মো. আবুল কালাম (ইউএম), ওলি উল্লাহ (বিএম), মো. হুমায়ুন কবির (এজিএম), মো. সিদ্দীকুর রহমান (ডিজিএম), মো. এমদাদ উল্লাহ মজুমদার (জিএম);
লাবনী আক্তার (এফএ), ফরিদা ইয়াছমিন ঠাকুর (এফএ), আবদুল খালেক (এফএ), শাহ আলম (ইউএম), মোহাম্মদ এমরান (ইউএম) মো. আবুল কালাম চৌধুরী (ইউএম), জাহেদা আক্তার (বিএম), ওলি উল্লাহ (বিএম), মোসা. সুলতানা রাজিয়া (এজিএম) এবং মো. ছিদ্দিকুর রহমান (ডিজিএম) ।