জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার বিআইএ’র আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) । বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর পরিচালক ও মুখ্য নির্বাহীরা এতে উপস্থিত থাকার কথা রয়েছে। সংগঠনের সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।