বঙ্গবন্ধুর দর্শন ছিল মানুষের মুক্তি: আইডিআরএ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী বলেছেন, বঙ্গবন্ধুর দর্শন ছিল মানুষের মুক্তি। বঙ্গবন্ধু তার রাজনীতিতে কখনোই লক্ষ্যচূত হননি। তার দর্শনের বাইরে তিনি যাননি। তিনি বাঙলার মানুষের মুক্তি চেয়েছিলেন এবং সেই মুক্তি ছিল সামগ্রিক অর্থে অর্থনৈতিক-রাজনৈতিক ও সামাজিক মুক্তি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

মোহাম্মদ জয়নুল বারী বলেন, বাঙলার মানুষের মুক্তির জন্য তার যে নিরলস সংগ্রাম, বহু ত্যাগ-তিতীক্ষা, অপমান, বঞ্ছ্বনা-লাঞ্ছ্বনা প্রেক্ষাপটে তিনি মানুষের আশা-ভরসার প্রতীকে পরিণত হয়েছিলেন। অবিসংবাদিত নেতা হিসেবে যখন স্বাধীনতার ডাক দিয়েছিলেন তখন লক্ষ্য বাঙালী তার সেই ডাকে উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল।

আইডিআরএ চেয়ারম্যান বলেন, মানুষ বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতার যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। ১৯৭১ সালের ৯ মার্চ তিনি পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। কিন্তু মুক্তিযুদ্ধ চলেছে তারই নামে। মুক্তিযোদ্ধারা একটি জিনিস জানতো যে, শেখ মুজিবের জন্য যুদ্ধ করছি।

তিনি বলেন, তৎকালীন সরকার গঠিত হয়েছিল বঙ্গবন্ধুকে প্রধান করে। বঙ্গবন্ধুকে সরকারপ্রধান করে সরকার গঠিত হয়েছিল বলেই বিশ্ব এই সরকারকে স্বীকৃতি দিয়েছিল। ভারত আমাদেরকে সক্রিয় সহযোগিতা করেছিল। সারা পৃথিবী থেকে মানুষ সেই সরকারকে, আমাদের মুক্তিযুদ্ধকে সহযোগিতা করেছিল।